লক্ষীপুর ইউনিয়নের কৈজুরী-শ্রীপুর স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০১২ এর ১১ ও ১২ অক্টোবর ২০১২ ইং তারিখে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের সেমি-ফাইনাল । ১ম সেমি-ফাইনাল ১১ ই অক্টোবর অংশ নেয় রংধনু স্পোর্টিং ক্লাব বনাম যুব ক্রিকেট একাদেশ এবং ১২ ই অক্টোবর অংশ নেয় জিরো জিরো সেভেন বনাম রিয়াল মাদ্রিদ। রংধনু স্পোর্টিং ক্লাব ২-১ গোলে যুব ক্রিকেট একাদশকে পরাজিত করে জয়ী হয় এবং জিরো জিরো সেভেন ১-০ গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে জয়ী হয় । ঈদের পরের দিন ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে । ফাইনালে অংশগ্রহন করবে রংধনু স্পোর্টিং ক্লাব বনাম জিরো জিরো সেভেন।
খেলাটি পরিচালনা করছেন :
১। মো: জহিরুল ইসলাম খোকন।
২। মো: হাবিবুর রহমান হাবিব সহ ক্রীড়া চক্রের সকল সদস্যবৃন্দ।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন :
মো : আব্দুল খালেক খাজো
সভাপতি
কৈজুরী-শ্রীপুর ক্রীড়া চক্র,
আটঘড়িয়া, পাবনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS