Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মালয়েশিয়া গমনেচ্ছুদের জন্য এক জরুরী বিজ্ঞপ্তি
বিস্তারিত

মালয়েশিয়া গমনেচ্ছুদের জন্য এক জরুরী বিজ্ঞপ্তি সরকার টু সরকার পদ্ধতিতে মালয়েশিয়া কৃষি শ্রমিক নিয়োগের নিমিত্তে প্রথম পর্যায়ে প্রার্থীকে নিজ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র হতে নাম নিবন্ধন করতে হবে।এখানে শুধু আমাদের রাজশাহী বিভাগ উল্লেখ করলাম-রাজশাহী বিভাগে আগামী ১৬/০১/২০১৩ ইং হতে ১৮/০১/২০১৩ ইং পর্যন্ত সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহী বিভাগের সকল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে  অন-লাইন নাম নিবন্ধন চলবে।এজন্য প্রার্থীকে ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদপত্র,পাসপোর্ট এছাড়া নিজ মোবাইল নম্বর,নমিনীর মোবাইল নম্বর,এবং সার্বক্ষনিক যোগাযোগের মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে।[বিশেষ দ্রষ্টব্র: যাদের পাসপোর্ট করা নেই তারা ও নাম নিবন্ধন করতে পারবে] নিবন্ধিত ব্যক্তি সিলেক্ট হলে অবশ্যই  পাসপোর্ট করতে হবে।পরবর্তীতে সাক্ষাৎকারের সময় পাসপোর্ট আবেদন ডকুমেন্ট লাগবে।

***নিবন্ধনের ক্ষেত্রে প্রার্থীর যে যে যোগ্যতা থাকা আবশ্যক:

১। বাংলাদেশের নাগরিক।

২। কৃষি কাজে অভিজ্ঞতা।

৩। বয়স ১৮ থেকে ৪৫ বছর।

৪। গ্রাম এলকার প্রকৃত বাসিন্ধা হতে হবে।                                        

৫। উচ্চতা ৫ফুট কিংবা তারও বেশি।

৬। ওজন কমপক্ষে ৫০ কেজি।

৭। ২৫ কেজি মালামাল হাতে বহনের ক্ষমতা।

উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে লক্ষীপুর ইউনিয়নের নাম নিবন্ধনে  ইচ্ছুক সকল ব্যক্তিবর্গকে উক্ত সময়সূচী অনুযায়ী লক্ষীপুর ইউনিয়ন তথ্য ও  সেবা  কেন্দ্রে উপস্থিত থেকে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হল।

 

 লক্ষীপুর ইউনিয়ন তথ্য  সেবা কেন্দ্র

আটঘড়িয়া, পাবনা।

হেল্প লাইন: ০১৭১০-৮৬৫২৬৯, ০১৭৭১-০০৩৯৭৫।

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/01/2013