Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
লক্ষীপুর ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

পরিচিতি:

 

লক্ষীপুর ইউনিয়নটি আটঘরিয়া উপজেলার একটি ছোট ইউনিয়ন। এটি পাবনা –আরিচা মহাসড়কের রাজাইমন্ডল থেকে উত্তর দিকে পাবনা সদর থানার আতাইকুলা ইউনিয়নের ইছামতি নদী উত্তর পাড় ঘেসে অবস্থিত। উত্তরে হাদল ইউনিয়ন পূর্বে ভুলবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে একদন্ত ইউনিয়ন অবস্থিত।দক্ষিনে পাবনা সদর উপজেলা অবস্থিত।এখানে বিখ্যাত বিল চতরা অবস্থিত।

 

ইউনিয়নের পটভূমি:

 

(ক) নামকরণ: লক্ষীপুর ইউনিয়নের নামকরণ সম্পর্কে বিভিন্ন জনমত রয়েছে। জানাযায় তৎকালে এ এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল। এবং এলাকায় প্রচুর ফসল উৎপাদন হতো,ফসলের এই ব্যপক উৎপাদনের জন্য এলাকাকে লক্ষ্মীর ভান্ডার বলা হত এবং এ লক্ষ্মীর ভান্ডার থেকেই ইউনিয়নের নামকরণ করা হয় লক্ষীপুর।

 

(খ) ইউনিয়নের পূর্বতন ওবর্তমান ইতিহাস: আটঘড়িয়া উপজেলার একটি ইউনিয়ন লক্ষীপুর ঐতিহাসিকদের মতে প্রান্ডব ভ্রাতাদের রাজত্ব ছিল এ অঞ্চলে। অতিতে এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল কৃষি। ব্যপক ফসল উৎপাদন হত যার ফলে শস্য ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল এ অঞ্চল। উপজেলা থেকে ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত লক্ষীপুর ইউনিয়ন।ইছামতি নদী পাবনা সদর থেকে ইউনিয়নটিকে পৃথক করেছে।