এক নজরে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ১৮টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ০৫ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ।
শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান ।
১। নাম : ০৫ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ।
২। আয়তন : ৯,৯৯৪ একর।
৩। লোকসংখ্যা: পুরুষ- ১১,১৩০জন, মহিলা- ১১,২৪৯জন, মোট জনসংখ্যা - ২২,৩৬৯ জন ।
৪। গ্রামের সংখ্যা: ১৮টি ।
৫। মৌজার সংখ্যা: ১৬টি ।
৬। হাট/বাজারের সংখ্যা-০২টি ।
৭। উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে ।
৮। শিক্ষার হার: ৬৬.৬৫% ।
৯। মাধ্যমিক বিদ্যালয়-০১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-০১টি ।
১০। মাদ্রাসা-০৪টি ।
১১। দায়িত্বরত চেয়ারম্যান- মোছা: আলিমা আক্তার ।
১২। গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২০টি ।
১৩। ঐতিহাসিক পর্যটন স্থান-১টি ।
১৪। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৭টি ।
১৫। নবগঠিত পরিষদের বিবরণ: শপথ গ্রহনের তারিখ:২৩/০৭/২০১১ ইং।
১৬। গ্রাম সমূহের নাম শ্রীপুর, কৈজুরী,লক্ষীপুর পূর্ব, লক্ষীপুর পশ্চিম, দাপুনিয়া, চর-শ্রীপুর, গারুলিয়া,রাজাপুর, দুলামপুর, বাওইকোলা, ফলিয়া, বালুঘাটা, কেশবপুর, রঘুরামপুর, যাত্রাপুর, রানীগ্রাম, জয়কৃষ্ণপুর, পদ্মলোচনপুর।
১৭। ইউনিয়ন পরিষদের জনবল নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন, ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যেক্তা: ২ জন, ইউনিয় গ্রাম পুলিশ : ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস