পরিচিতি : পাবনা জেলা,আটঘরিয়া উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়নের ০৫ নং ত্তয়ার্ডের রানীগ্রাম গ্রামের বিলচত্রা সংলগ্ন এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ঐতিহাসিক বটগাছটি অবস্থিত।
নামকরণ: বিখ্যাত মৎস অভয়ারণ্য বিলচত্রার তীরে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ১২০(একশত বিশ)বৎসরের এই বটগাছটি। যার নাম কালী বটগাছ। লোকমুখে শোনা যায় বর্ষার পানিতে ভেসে আসা একটি চারাগাছ সেই জায়গায় একজন ব্যক্তি অতি যত্ন সহকারে লাগিয়ে রাখে এবং গাছটি আস্তে আস্তে তার আকার ধারণ করে।আর ত্তজানা যায় হিন্দু সম্প্রদায় একসময় ঐ বটগাছের তলায় কালী পূজা করত বলে এলাকাবাসী তার নামকরণ করেন কালী বটগাছ।কৃষক,শ্রমিক,কামার,কুমার ত্তজেলে সহ বিভিন্ন শ্রেণীর মানুষ এই বটের ছাঁয়ায় বসে ক্লান্তি দূর করে।খরতাপের চৈতালী মাসে কালী বটগাছের তলায় যেন মানুষের মিলন মেলায় পরিণত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস